কালীগঞ্জে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও থ্রি-হুইলাইরের মুখোমুখি সংঘর্ষে উজ্জল হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেজপাড়া তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল হোসেনের বাড়ি শৈলকূপা উপজেলায়। আহতরা হলেন- শৈলকুপা উপজেলার ঝাওদিয়া গ্রামের আবু তালেবের ছেলে মিজানুর রহমান ও কুষ্টিয়া চর সাদুপুর গ্রামের সরদার প্ররামানিকে ছেলে সম্রাট হোসেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি থ্রি-হুইলার কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেজপাড়া তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলেই উজ্জল হোসেনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: কৌশিক সাজিদ জানান, সড়ক দূর্ঘটনায় আহত তিনজন রুগী হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে উজ্জল হোসেন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। বাকি আহত দুইজনের প্রাথমকি চিকিৎসা দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। তবে যাত্রীবাহী বাসটি আটক করা সম্ভব হয়নি।
ভিডিও…