ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে পরিবেশ রক্ষায় ৫’শ তালের বীজ বপন

 

ঝিনাইদহের কালিগঞ্জে দেড় কিলোমিটার সড়কের দুই পাশে ৫ সহস্রাধিক তালের বীজ বপণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে এই তালের বীজ বপন করা হয়।

উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ছালাভরা থেকে সুন্দরপুর দূর্গাপুর সড়কের দুই পাশে তাল গাছের বীজ বপনের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

এ সময়ে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদলসহ সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় এলাকাবাসী এ কার্যক্রমে অংশগ্রহন করেন। পর্যায়ক্রমে বিভিন্ন গ্রামের রাস্তার দু‘পাশে এ তালের বীজ বপন করা হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয়রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

সবুজদেশ/এসএএস

Tag :

কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে পরিবেশ রক্ষায় ৫’শ তালের বীজ বপন

Update Time : ০৬:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

 

ঝিনাইদহের কালিগঞ্জে দেড় কিলোমিটার সড়কের দুই পাশে ৫ সহস্রাধিক তালের বীজ বপণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে এই তালের বীজ বপন করা হয়।

উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ছালাভরা থেকে সুন্দরপুর দূর্গাপুর সড়কের দুই পাশে তাল গাছের বীজ বপনের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

এ সময়ে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদলসহ সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় এলাকাবাসী এ কার্যক্রমে অংশগ্রহন করেন। পর্যায়ক্রমে বিভিন্ন গ্রামের রাস্তার দু‘পাশে এ তালের বীজ বপন করা হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয়রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

সবুজদেশ/এসএএস