ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় শহরের সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুলের অডিটরিয়ামে উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনিত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
এ সময় সকল ইউনিয়নের দায়িত্বশীল বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী নির্বাচন ও দলের সাংগাঠনিক অবস্থান সুদৃড় করতে করনীয় বিষয়ে সকলে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। দীর্ঘ সময় ধরে চলা এ সভায় প্রধান অতিথি কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পরে তিনি দলের সাংগাঠনিক তৎপরতা বৃদ্ধি ও নিজেদের ঐক্যবদ্ধতা আরও সুদৃড় করতে উপস্থিত নেতাকর্মিদের উদ্দেশ্যে আগামী দিনের জন্য নানা ধরনের দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
এ সময় সিনিয়রদের মধ্যে আরও বক্তব্য উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, নজরুল ইসলাম তোতা, শহিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, মোহম্মদ আলী জিন্নাহসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবুজদেশ/এসইউ