কালীগঞ্জে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত (ভিডিও)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ও জামাল ইউনিয়নের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। রোববার বিকেল ৩ টায় উপজেলার কোলাবাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। সমাবেশে ২নং জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ কোলা ও জামাল ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে দুপুরের পর থেকেই সমাবেশস্থলে মিছিল সহকারে আসতে থাকে কোলা ও জামাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। সমাবেশে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ মঞ্চের সামনে বসে থাকা নেতাকর্মীদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আপনারা কেউ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের থেকে বেশি নির্যাতিত নয়। ধৈর্য্য ধরতে হবে। দলের মধ্যে আওয়ামী লীগ ঢুকে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। যারা বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল তারাই এখন বিএনপির নামে শ্লোগান দিয়ে এই কোলা-জামাল ইউনিয়নে বিএনপি’র রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য যারা ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
ভিডিও…