কালীগঞ্জে বিগষ্টোরের অফিস পরিবর্তন ও সুপারশপ চালু
প্রেস বিজ্ঞপ্তিঃ
অস্থায়ী কার্যালয় ছেঢ়ে বিগষ্টোর ডটকম ডটবিডি এখন নতুন ঠিকানায় (০৪৩ নিশ্চিন্তপুর, কালীগঞ্জ-ঝিনাইদহ)। কালীগঞ্জের প্রথম এবং একমাত্র হোম ডেলিভারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিগষ্টোর ডটকম ডটবিডি শুরুতে অস্থায়ী কার্যালয় হিসেবে মেইন বাসস্ট্যান্ড এ অবস্থিত ভারসফট্ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গত ৯ মাসের ব্যবসায়িক সফলতার পর ১ ডিসেম্বর ২০১৯ ইং বিজয়ের এই মাসে কালীগঞ্জ সরকারি খাদ্য গুদামের সামনে হাসপাতাল সড়কে বিগষ্টোর ডটকম ডটবিডি তাদের নতুন অফিস কাম মিনি সুপারশপ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
বিগষ্টোরের বোর্ড অব পার্টনারস্ এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বক্কর সর্বসাধরণের অবগতির জন্য জানিয়েছেন, তাদের যাবতীয় কার্যক্রম এখন থেকে নতুন অফিস থেকে পরিচালিত হবে। পাশাপাশি এটি একটি মিনি সুপারশপ হওয়ায় ক্রেতা সাধারণগন সরাসরি সুপারশপ থেকে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন এবং হোম ডেলিভারি সেবা যথারীতি আগের মতই চালু থাকবে।
(আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতে যোগাযোগ করুনঃ sobujdeshnews@gmail.com, ০১৯৯১-১৮৩৩০৪ ।)