ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্বাচন বর্জনের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থী।
শনিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. লিটন হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১২ অক্টোবর কোলাবাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচনী তফসিল-২০২৫ ঘোষণা করা হয়।তফসিল অনুযায়ী অভিভাবক সদস্য নির্বাচনের ঘোষণা করা হয় এবং আমরা কতিপয় অভিভাবক যথাক্রমে মো: কাজী আশরাফুল ইসলাম, মো: আতিয়ার রহমান, মো. লিটন হোসেন, শিমুল ঘোষ ও নাসরীন খাতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন।
লিখিত অভিযোগে তিনি আরো বলেন, পরবর্তীতে জানতে পারি নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকা ত্রুটিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের জন্য কোনো প্রতীক বরাদ্দ থাকবে না যাহাতে পড়তে ও লিখতে না পারা ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবে না বলে আমরা আশঙ্খা করছি। এছাড়াও নির্বাচন প্রক্রিয়ায় যথেষ্ঠ অস্বচ্ছতা ফুটে উঠেছে। সামগ্রিক বিবেচনায় আমরা কোলাবাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনের প্রার্থীতা হিসাবে নির্বাচন বর্জন করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজী আশরাফুল ইসলাম, আতিয়ার রহমান, লিটন হোসেন, শিমুল ঘোষ ও নাসরীন খাতুন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক তরুণ কান্তি বিশ্বাস ফোনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আপনি আসেন। চা খাওয়ার দাওয়াত দিলাম। এগুলো ফোনে বলা যাবে না। চা খেতে খেতে বলবো। আপনি আগামীকাল আসেন।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 




















