নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের ব্যবহৃত নিশান এল পি জি ফিলিং ষ্টেশনের তিনটি ট্রান্সফর্মার চুরি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর ওই ফিলিং ষ্টেশনের ম্যানেজার বাদী হয়ে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। বুধবার দিবাগত মধ্যরাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ দুলালমুন্দিয়া বাজারের সন্নিকটে ওই চুরির ঘটনাটি ঘটে।
অভিযোগকারী নিশান এল পি জি ফিলিং ষ্টেশনের ম্যানেজার মাহবুবুর রহমান জানায়, প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে তিনি রাত ৯ টার দিকে বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে নাইট গার্ড এর মাধ্যমে সংবাদ পেয়ে ষ্টেশনে এসে দেখেন পাশেই বাগানের মধ্যে ৩ টি ট্রান্সফরমারের খালী ড্রাম পড়ে রয়েছে। চোরেরা ট্রান্সফরমার খুলে তার ভেতরের যন্ত্রপাতি নিয়ে গেছে। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। তিনি আরো জানান, বর্তমানে তাদের ফিলিং ষ্টেশনটি বন্ধ থাকার সুযোগে চোরেরা মধ্যরাতে ওই চুরির ঘটনা ঘটিয়েছে। এ সময় চুরি কাজে ব্যবহৃত একটি স্ক্রড্রাইভার ও একটি করাত ফেলে রেখে গেছে চোরেরা।
কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, চুরি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ চোরচক্র আটকে তৎপরতা শুরু করেছে।