কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খানজাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠে সিয়াম হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম হোসেন উপজেলার ২নং জামাল ইউনিয়নের খানজাপুর গ্রামের শামীম বিশ্বাসের ছেলে।
প্রতিবেশীরা জানায়, শনিবার সন্ধ্যার দিকে ইফতারের সময় ঘরের ফ্যানের সুইজ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয় সিয়াম। এসময় সে পাশে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।