ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের কয়ার বিলে মাছ ধরতে যাওয়ায় স্কুলছাত্র গিফারি ইসলামকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত শাহীন ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে মনোহরপুর গ্রাম থেকে আটক করা হয়।
আটক শাহীন ইসলাম উপজেলা মনোহরপুর গ্রামের আনছার আলীর ছেলে। এ ঘটনায় গত ৫ এপ্রিল আহত স্কুলছাত্র গিফারির চাচা উজ্জল শেখ বাদী হয়ে অজ্ঞাত দুইজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন জানান, ওই স্কুলছাত্র ঘটনার পর ঢাকায় চিকিৎসাধীন ছিল। মামলা দায়েরের পর থেকেই পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছিল। কিন্তু কেউ আসামি শনাক্ত করতে পারেনি। পরে আহত স্কুলছাত্র ঢাকা থেকে বাড়ি আসার পর অভিযুক্ত ব্যক্তিকে চিনতে পেরেছে। এরপর সোমবার বিকেলে তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল দুপুর ১২ টার দিকে উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের কয়ার বিলে মাছ ধরতে যাওয়ায় ৫ম শ্রেণির স্কুলছাত্র গিফারি ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। গিফারি ইসলাম উপজেলার কুল্যাপাড়া গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের ছেলে।
সবুজদেশ/এসএএস