ঝিনাইদহ কালীগঞ্জে বিদ্যুতের পোলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ( ২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের ফুড গোডাউনের সামনের নিশ্চিন্তপুর বনানীপাড়া সড়কের মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শহরের ফুড গোডাউনের সামনের বিদ্যুতের পোলের তার সংযোগের স্থলে করা পাখির বাসায় তারা হঠাৎ আগুন জ্বলতে দেখেন। এরপর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। পোলটি সড়ক ঘেষা হওয়ায় এর পাশে বাসাবাড়ি ও অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ফলে আগুন আশপাশে ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় মানুষ আতঙ্কে চারপাশে দৌড়াদৌড়ি শুরু করে। খবর পেয়ে কালীগঞ্জ সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ পোলটি থেকে নেয়া সকল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিদ্যুৎ অফিসের লোকজন এসে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করেন।
কালীগঞ্জ বিদ্যুৎ অফিসের লাইনম্যান মাসুদুর রহমান জানান, বিদুত্যের পোলের অগ্নিকান্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। এরপর তারা সংযোগ সচল করেছেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সবুজদেশ/এসইউ