ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে ভোর রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি

 

ঝিনাইদহের কালীগঞ্জে ভোর রাতে সড়কে কলাগাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মূখে পান বোঝাই আলম সাধু, মোবাইল ফোনসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে গিয়েছে।

সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ-কোলাবাজার সড়কের নরেন্দ্রপুর গ্রামের বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী হান্নান শেখ কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আজ ভোরে গোপালপুর গ্রামের কয়েকজন পান চাষীর ১৮ বোজা পান আলম সাধু যোগে কালীগঞ্জ বাজারে নিয়ে আসছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ-কোলাবাজার সড়কের নরেন্দ্রপুর গ্রামের বেলতলা নামক স্থানে পৌছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫-৬ জনের মুখোশধারী ডাকাত দল সড়কে কলাগাছ ফেলে তাদের গতিরোধ করে। অস্ত্রের মূখে গাড়ি চালক ও পান চাষী বিশারত শেখকে আলম সাধু থেকে নামিয়ে পার্শ্ববর্তী লিচু বাগানের মধ্যে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, আলম সাধু, মোবাইল ফোন , চাষীদের ১৮ বোজা পান ছিনিয়ে নিয়ে চলে য়ায়। সব কিছু মিলিয়ে তাদের প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারকে মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

কালীগঞ্জে ভোর রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি

Update Time : ০৪:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জে ভোর রাতে সড়কে কলাগাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মূখে পান বোঝাই আলম সাধু, মোবাইল ফোনসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে গিয়েছে।

সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ-কোলাবাজার সড়কের নরেন্দ্রপুর গ্রামের বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী হান্নান শেখ কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আজ ভোরে গোপালপুর গ্রামের কয়েকজন পান চাষীর ১৮ বোজা পান আলম সাধু যোগে কালীগঞ্জ বাজারে নিয়ে আসছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ-কোলাবাজার সড়কের নরেন্দ্রপুর গ্রামের বেলতলা নামক স্থানে পৌছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫-৬ জনের মুখোশধারী ডাকাত দল সড়কে কলাগাছ ফেলে তাদের গতিরোধ করে। অস্ত্রের মূখে গাড়ি চালক ও পান চাষী বিশারত শেখকে আলম সাধু থেকে নামিয়ে পার্শ্ববর্তী লিচু বাগানের মধ্যে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, আলম সাধু, মোবাইল ফোন , চাষীদের ১৮ বোজা পান ছিনিয়ে নিয়ে চলে য়ায়। সব কিছু মিলিয়ে তাদের প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারকে মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

সবুজদেশ/এসইউ