কালীগঞ্জে মহান মে দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে শ্রমিক লীগের উদ্যোগে কালীগঞ্জ মেইন বাস্ট্যান্ড চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন বাস স্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জাতীয় শ্রমিকলীগ নেতা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল আজীম (আনার) ঝিনাইদহ-৪। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় শ্রমিকলীগের ঝিনাইদহ জেলা সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক একরামুল হক লিকু ।
বিষেশ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম আশরাফ,কালীগঞ্জ উপজেলা পিরিষদের চেয়ারম্যান মো: শিবলী নোমনী,কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, জাতীয় শ্রমিকলীগের কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো: রজব আলী মন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় শ্রমিকলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রসূলসহ প্রমূখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেসময় বক্তারা, শ্রমিকদের অধিকার রক্ষায় মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়ন ও শ্রমিকদের অধিকার সম্পর্কে সকলকে অবহিত করার আহবান জানান।