ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি (ভিডিও)

 

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এসে শেষ হয়। স্বাগত র‌্যালিটির নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য ধর্মপ্রাণ মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। র‌্যালি শুরুর আগে নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর মাওলানা ওলিউর রহমান, উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান, পৌর আমীর অধ্যক্ষ আব্দুল করিম, সেক্রেটারি মো. হাসানুজ্জামান ও ছাত্র শিবিরের উপজেলা শাখার সভাপতি এইচ.এম মর্তুজাসহ অন্যান্যরা।

সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে মাহে রমজানের স্বাগত জানিয়ে আমরা কোনো র‌্যালি করতে পারিনি। পবিত্র মাহে রমজান যেমন আমাদের কাছে আনন্দের, ঠিক তেমনই রমজানের পূর্ব মুহূর্তের প্রস্তুতি ও স্বাগত র‌্যালিটাও আমাদের কাছে সমান আনন্দের। দীর্ঘদিন আমরা এই আনন্দ থেকে বঞ্চিত ছিলাম।

র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা, সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা সকল মুসলমানকে এই মাসের মর্যাদা রক্ষা করে যথাযথভাবে রোজা ও ইবাদত পালনের আহবান জানান।

ভিডিও…

সবুজদেশ/এসইউ/এসএএস

কালীগঞ্জে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি (ভিডিও)

Update Time : ০৭:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে এসে শেষ হয়। স্বাগত র‌্যালিটির নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসংখ্য ধর্মপ্রাণ মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। র‌্যালি শুরুর আগে নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর মাওলানা ওলিউর রহমান, উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান, পৌর আমীর অধ্যক্ষ আব্দুল করিম, সেক্রেটারি মো. হাসানুজ্জামান ও ছাত্র শিবিরের উপজেলা শাখার সভাপতি এইচ.এম মর্তুজাসহ অন্যান্যরা।

সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে মাহে রমজানের স্বাগত জানিয়ে আমরা কোনো র‌্যালি করতে পারিনি। পবিত্র মাহে রমজান যেমন আমাদের কাছে আনন্দের, ঠিক তেমনই রমজানের পূর্ব মুহূর্তের প্রস্তুতি ও স্বাগত র‌্যালিটাও আমাদের কাছে সমান আনন্দের। দীর্ঘদিন আমরা এই আনন্দ থেকে বঞ্চিত ছিলাম।

র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা, সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা সকল মুসলমানকে এই মাসের মর্যাদা রক্ষা করে যথাযথভাবে রোজা ও ইবাদত পালনের আহবান জানান।

ভিডিও…

সবুজদেশ/এসইউ/এসএএস