ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে মা-বাবা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় মামলা

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর এলাকায় একসঙ্গে পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ বিজ্ঞ আমলী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আদালতে মামলাটি করেন মোস্তাফিজুর রহমান। মামলা নং- কালী সিআর ৪৯৮/২২

মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- গোপালপুর গ্রামের বাবর আলীর ছেলে আলা উদ্দিন, গহর মন্ডলের ছেলে আতিয়ার রহমান, মনিরুল মোল্লার ছেলে রুবেল হোসেন, আকবর মোল্লার ছেলে রাজিব হোসেন, আতিয়ার রহমানের ছেলে নাছিম হোসেন ও গোলাম মোস্তফার ছেলে রাজু হোসেন।

গত শনিবার রাত ১১ টার দিকে রনি কাজ শেষে বাসায় ফেরার পথে তার উপর হামলা চালায় একই গ্রামের কয়েকজন যুবক। রড দিয়ে পেটানোর একপর্যায়ে রনি দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর মাথায় পানি দিতে থাকেন তার বাবা ও মা। এরপর বাড়িতে গিয়ে আবারও হামলা চালায় তারা। বাবা-মা রনিকে ঠেকাতে গেলে তাদেরকেও রড দিয়ে পিটিয়ে জখম করে। এরপর তার মায়ের বাম পায়ে দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রনির মা নারগিস বেগমকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রনি হোসেন জানান, তিনি ডিস ক্যাবল লাইনের কাজ করেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে বাড়ির সামনে থেকে তার উপর হামলা করে স্থানীয় কয়েকজন যুবক। তাদের হাতে ধারালো দা ও লোহার রড ছিল। মারধরের পর তিনি দৌড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নেন। বাড়িতে যাওয়ার পর মাথায় পানি দিতে থাকেন তার বাবা ও মা। এ সময় আবারও ১০/১৫ জন হামলা করে। তার বাবা-মা তাকে ঠেকাতে গেলে তাদেরকে রড দিয়ে পিটিয়ে জখম করে। এরপর তার মায়ের পায়ে দা দিয়ে কুপিয়ে জখম করে।

রনির বাবা মোলাম হোসেন জানান, বাড়ির সামনের দোকানে রনি কাজ শেষ করে ফিরলে তার উপর হামলা চালায় কয়েকজন। এরপর বাড়িতে রনির মাথায় পানি দেওয়ার সময় আবারও হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে ও তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম করে।

আহতরা হলেন- উপজেলার গোপালপুর এলাকার রনি হোসেন, বাবা মোলাম হোসেন ও মা নারগিস বেগম। বর্তমানে রনি ও তার বাবা মোলাম হোসেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মা নারগিস বেগম ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

Tag :
জনপ্রিয়

কালীগঞ্জে মা-বাবা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনায় মামলা

Update Time : ০৭:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর এলাকায় একসঙ্গে পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ বিজ্ঞ আমলী ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আদালতে মামলাটি করেন মোস্তাফিজুর রহমান। মামলা নং- কালী সিআর ৪৯৮/২২

মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- গোপালপুর গ্রামের বাবর আলীর ছেলে আলা উদ্দিন, গহর মন্ডলের ছেলে আতিয়ার রহমান, মনিরুল মোল্লার ছেলে রুবেল হোসেন, আকবর মোল্লার ছেলে রাজিব হোসেন, আতিয়ার রহমানের ছেলে নাছিম হোসেন ও গোলাম মোস্তফার ছেলে রাজু হোসেন।

গত শনিবার রাত ১১ টার দিকে রনি কাজ শেষে বাসায় ফেরার পথে তার উপর হামলা চালায় একই গ্রামের কয়েকজন যুবক। রড দিয়ে পেটানোর একপর্যায়ে রনি দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর মাথায় পানি দিতে থাকেন তার বাবা ও মা। এরপর বাড়িতে গিয়ে আবারও হামলা চালায় তারা। বাবা-মা রনিকে ঠেকাতে গেলে তাদেরকেও রড দিয়ে পিটিয়ে জখম করে। এরপর তার মায়ের বাম পায়ে দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রনির মা নারগিস বেগমকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রনি হোসেন জানান, তিনি ডিস ক্যাবল লাইনের কাজ করেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে বাড়ির সামনে থেকে তার উপর হামলা করে স্থানীয় কয়েকজন যুবক। তাদের হাতে ধারালো দা ও লোহার রড ছিল। মারধরের পর তিনি দৌড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নেন। বাড়িতে যাওয়ার পর মাথায় পানি দিতে থাকেন তার বাবা ও মা। এ সময় আবারও ১০/১৫ জন হামলা করে। তার বাবা-মা তাকে ঠেকাতে গেলে তাদেরকে রড দিয়ে পিটিয়ে জখম করে। এরপর তার মায়ের পায়ে দা দিয়ে কুপিয়ে জখম করে।

রনির বাবা মোলাম হোসেন জানান, বাড়ির সামনের দোকানে রনি কাজ শেষ করে ফিরলে তার উপর হামলা চালায় কয়েকজন। এরপর বাড়িতে রনির মাথায় পানি দেওয়ার সময় আবারও হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে ও তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম করে।

আহতরা হলেন- উপজেলার গোপালপুর এলাকার রনি হোসেন, বাবা মোলাম হোসেন ও মা নারগিস বেগম। বর্তমানে রনি ও তার বাবা মোলাম হোসেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মা নারগিস বেগম ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।