কালীগঞ্জে মেয়ের বাল্য বিয়ে দেয়ায় বাবাকে জরিমানা
ঝিনাইদহঃ
বাড়িতে সাজ সাজ রব। সকল আয়োজনও সম্পন্ন। কিন্তু বাল্য বিয়ের সেই আয়োজন সফল হয়নি প্রশাসনের হস্তক্ষেপে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্য দেয়ার অপরাধে মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা ও বিয়ের কাজে সহযোগিতা করায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।
সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ত্রিলোচনপুর গ্রামে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্য বিবাহ দেয়ার অপরাধে মেয়ের বাবাকে ৫০ হাজার টাক জরিমানা ও অন্য এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্য বিয়ে প্রতিরোধের জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।