ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে যানজট নিরসনের লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে থানা পুলিশ। শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার।
এ সময় থানা পুলিশের পক্ষ থেকে পথচারী, চালক ও যানবাহন মালিকদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। মূলত যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তার উপর যাত্রী ওঠানামা এবং বেপরোয়া চালনার কারণে এলাকায় নিয়মিতভাবে যানজট ও দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। এসব রোধে প্রাথমিকভাবে সবাইকে সচেতন করা হচ্ছে।
কালীগঞ্জ থানার (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, আমরা সব সময় জনগণকে সচেতন করার চেষ্টা করছি। যানজট ও দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রথমে সতর্ক করা হচ্ছে, এরপর আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কালীগঞ্জ একটি ব্যস্ততম এলাকা। সড়কে শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চলবে।
সবুজদেশ/এসইউ