ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে যুবলীগ নেতা হত্যায় শ্রমিক লীগ সভাপতিসহ আটক ৩

Reporter Name

নিজস্ক প্রতিবেদকঃ

ঝিনাইদহের কালীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম নামে এক যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি উপজেলা শ্রমিক লীগের সভাপতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রেশমা খাতুন।

আটককৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাশিপুর গ্রামের কায়েম আলী মন্ডলের ছেলে খলিলুর রহমান (৬০), আলী হোসেনের ছেলে মকলেছুর রহমান (৪৫) ও তোফাজ্জেল হোসেনের ছেলে ইমরান হোসেন।

মামলার অন্য আসামিরা হলেন- কাশিপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আশিকুর রহমান, সিরাজুল ইসলামের ছেলে পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, আলী হোসেনের ছেলে মুসা, বিশারতের ছেলে রানা হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেকেন্দার আলী জানান, নিহত আরিফুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে এজাহারভুক্ত প্রধান আসামিসহ ৩ জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম নামে ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত হন। নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্কারের ছেলে।

Tag :

About Author Information
Update Time : ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
১৩০ Time View

কালীগঞ্জে যুবলীগ নেতা হত্যায় শ্রমিক লীগ সভাপতিসহ আটক ৩

Update Time : ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২

নিজস্ক প্রতিবেদকঃ

ঝিনাইদহের কালীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম নামে এক যুবলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি উপজেলা শ্রমিক লীগের সভাপতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রেশমা খাতুন।

আটককৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাশিপুর গ্রামের কায়েম আলী মন্ডলের ছেলে খলিলুর রহমান (৬০), আলী হোসেনের ছেলে মকলেছুর রহমান (৪৫) ও তোফাজ্জেল হোসেনের ছেলে ইমরান হোসেন।

মামলার অন্য আসামিরা হলেন- কাশিপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আশিকুর রহমান, সিরাজুল ইসলামের ছেলে পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, আলী হোসেনের ছেলে মুসা, বিশারতের ছেলে রানা হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেকেন্দার আলী জানান, নিহত আরিফুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে এজাহারভুক্ত প্রধান আসামিসহ ৩ জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম নামে ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত হন। নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্কারের ছেলে।