কালীগঞ্জে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ১ দফা দাবি আদায়ে আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করতে ঝিনাইদহের কালীগঞ্জে প্রস্তুতি সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
শুক্রবার বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় শহরের থানা রোডস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জবেদ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এছাড়া সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, তাঁতীদল, কৃষকদল, মৎস্যজীবি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, দলটির এক দফা দাবি আদায়ে আগামী ২৬ অক্টোবর ঝিনাইদহ থেকে শুরু হওয়া রোডমার্চ সফল করতে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলার প্রায় ২০০টি মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভিডিও…