ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির সুবিধার্থে নলকূপ স্থাপন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট ) দুপুরে এক আনুষ্ঠানিকভাবে কালিগঞ্জ শিবির শাখার পক্ষ থেকে এ নলকূপা স্থাপন করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ আরিফ হোসেন।
এ সময় শিবির কালীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ঈশা খাঁ, পৌর সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ, কালীগঞ্জ পূর্ব শাখার সভাপতি সবুজ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখা শিবির সভাপতি মোঃ হুসাইন আহমেদ।
বক্তারা বলেন, কলেজের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে । এখন থেকে সবাই আর্সেনিক ও আয়রন মুক্ত সুপেয় পানি সকলে পান করতে পারবে।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 




















