নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নওশেদ মন্ডল নান্টুকে (৪৫) আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার কালুখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক নওশেদ মন্ডল নান্টু উপজেলার কালুখালী গ্রামের শ্যাকব মন্ডলের ছেলে। ধর্ষণের অভিযোগে সোমবার দুপুরে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভিকটিমের বাবা। মামলার ৮ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার দুপুরে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরো পড়ুন- কালীগঞ্জে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ