ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে শীতে কাতর রিক্সা চালকেরা পেলেন গরম কাপড়

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

 

ঝিনাইদহ কালীগঞ্জের আস-সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতে কাতর শহরের রাতের রিকসা চালকদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। রবিবার ফয়লা গোহাটা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাহাফুজুর রহমানের সভাপতিত্বে বিকাল সাড়ে ৪ টায় শহরের ফয়লা গোহাটা এলাকার মুন্সি মোহাসিনিয়া হাফেজী মাদ্রাসার সামনে এ শীতবস্ত্র প্রধান করা হয়।

জনকল্যাণমুখী এ সংগঠনটির একটি টিম গত কয়েকদিন ধরে প্রচন্ড শীতের মধ্যে রাতে যে সকল রিকসা ভ্যানচালক শীত নিবারনের গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছিলেন গোপনে তাদের তালিকাভুক্ত করে রবিবার বিকালে গোহাটা মুন্সি মোহাসিনিয়া মাদ্রাসার মাঠে আসতে বলেন। পরে গোহাটা জামে মসজিদের খতিব আস সুফ্ফাহ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ মাওলানা মাহাফুজুর রহমানের সভাপতিত্বে মোট ৪৭ জন রিকসাচালককে একটি করে জ্যাকেট, ট্রাউজার, কানটুপি, হাত পায়ের মোজাসহ শীত নিবারনের ৫ টি জিনিসের একটি করে প্যাকেজ তাদের হাতে তুলে দেয়া হয়।

এ সময় কালীগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদের খতিব এবং আস সুফ্ফাহ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহিনুর রহমান, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু, আলহাজ্ব সোহরাব হোসেন, মহিলা মাদ্রাসার সুপার আলহাজ্ব নজরুল ইসলাম, আবু হুরাইরা, সমাজসেবক আতিকুর রহমান, আশরাফুল ইসলামসহ সূধীজনেরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সমাজে অনেক মানুষের দান করার স্বামর্থ আছে। কিন্ত তারা দানের ব্যাপারটা তেমন একটা গুরুত্ব দেন না। তারা বলেন, শীতের সময়ে অনেক রিকসাচালক মোটা কাপড়ের অভাবে কষ্ট করেন। আবার বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে অনেকে একাধিকবার এগুলো পেয়ে থাকেন। অথচ সুষম বন্টনের অভাবে কিছু অসহায় মানুষ বঞ্চিত হন। সে কারনে কনকনে শীতের মধ্যে যারা রাত জেগে রিকসা ভ্যান চালাচ্ছেন অথচ তেমন একটা শীতবস্ত্র নেই। এ সমস্ত মানুষের আগে থেকে তালিকা করে এ শীতবস্ত্র দিয়েছেন। সবশেষে বক্তারা প্রচন্ড ঠান্ডায় যে সমস্ত মানুষ কষ্ট পাচ্ছেন স্বামর্থবানদেরকে তাদের পাশের দাড়ানোর অনুরোধ করেন।

সবুজদেশ/এসএএস

About Author Information
আপডেট সময় : ০৯:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
১৩ Time View

কালীগঞ্জে শীতে কাতর রিক্সা চালকেরা পেলেন গরম কাপড়

আপডেট সময় : ০৯:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

 

ঝিনাইদহ কালীগঞ্জের আস-সুফ্ফাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতে কাতর শহরের রাতের রিকসা চালকদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। রবিবার ফয়লা গোহাটা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাহাফুজুর রহমানের সভাপতিত্বে বিকাল সাড়ে ৪ টায় শহরের ফয়লা গোহাটা এলাকার মুন্সি মোহাসিনিয়া হাফেজী মাদ্রাসার সামনে এ শীতবস্ত্র প্রধান করা হয়।

জনকল্যাণমুখী এ সংগঠনটির একটি টিম গত কয়েকদিন ধরে প্রচন্ড শীতের মধ্যে রাতে যে সকল রিকসা ভ্যানচালক শীত নিবারনের গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছিলেন গোপনে তাদের তালিকাভুক্ত করে রবিবার বিকালে গোহাটা মুন্সি মোহাসিনিয়া মাদ্রাসার মাঠে আসতে বলেন। পরে গোহাটা জামে মসজিদের খতিব আস সুফ্ফাহ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ মাওলানা মাহাফুজুর রহমানের সভাপতিত্বে মোট ৪৭ জন রিকসাচালককে একটি করে জ্যাকেট, ট্রাউজার, কানটুপি, হাত পায়ের মোজাসহ শীত নিবারনের ৫ টি জিনিসের একটি করে প্যাকেজ তাদের হাতে তুলে দেয়া হয়।

এ সময় কালীগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদের খতিব এবং আস সুফ্ফাহ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহিনুর রহমান, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু, আলহাজ্ব সোহরাব হোসেন, মহিলা মাদ্রাসার সুপার আলহাজ্ব নজরুল ইসলাম, আবু হুরাইরা, সমাজসেবক আতিকুর রহমান, আশরাফুল ইসলামসহ সূধীজনেরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সমাজে অনেক মানুষের দান করার স্বামর্থ আছে। কিন্ত তারা দানের ব্যাপারটা তেমন একটা গুরুত্ব দেন না। তারা বলেন, শীতের সময়ে অনেক রিকসাচালক মোটা কাপড়ের অভাবে কষ্ট করেন। আবার বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে অনেকে একাধিকবার এগুলো পেয়ে থাকেন। অথচ সুষম বন্টনের অভাবে কিছু অসহায় মানুষ বঞ্চিত হন। সে কারনে কনকনে শীতের মধ্যে যারা রাত জেগে রিকসা ভ্যান চালাচ্ছেন অথচ তেমন একটা শীতবস্ত্র নেই। এ সমস্ত মানুষের আগে থেকে তালিকা করে এ শীতবস্ত্র দিয়েছেন। সবশেষে বক্তারা প্রচন্ড ঠান্ডায় যে সমস্ত মানুষ কষ্ট পাচ্ছেন স্বামর্থবানদেরকে তাদের পাশের দাড়ানোর অনুরোধ করেন।

সবুজদেশ/এসএএস