ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তালেশ্বর বাজারে পিকআপের ধাক্কায় দাউদ হোসেন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাউদ হোসেন কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত এলাহী মালিতার ছেলে ও এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি রাঙ্গিয়ারপোতা গ্রামে ফিরছিলেন দাউদ হোসেন। পথিমধ্যে তালেশ্বর বাজারে পৌঁছালে কোটচাঁদপুরগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার উপর পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করেছেন।

কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই)  হারুন  বলেন, ঘটনাটি কালীগঞ্জ থানার ভিতর। তবে মৃত দেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। এ কারনে সুরতহাল করবেন আমাদের থানা পুলিশ।

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

Update Time : ০৬:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তালেশ্বর বাজারে পিকআপের ধাক্কায় দাউদ হোসেন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাউদ হোসেন কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত এলাহী মালিতার ছেলে ও এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি রাঙ্গিয়ারপোতা গ্রামে ফিরছিলেন দাউদ হোসেন। পথিমধ্যে তালেশ্বর বাজারে পৌঁছালে কোটচাঁদপুরগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার উপর পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করেছেন।

কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই)  হারুন  বলেন, ঘটনাটি কালীগঞ্জ থানার ভিতর। তবে মৃত দেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। এ কারনে সুরতহাল করবেন আমাদের থানা পুলিশ।