নিজস্ব প্রতিবেদক:
অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে সু-সংগঠিত রাখতে কালীগঞ্জ উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ ও আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২২ উদযাপনে প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুটি সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে সামাজিক সম্প্রীতির র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদিয়া জেরিনের সভাপতিত্বে এক মতবিনিমিয় সমাবেশ করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।
সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি এমপি আনার বলেন, জাতী, ধর্ম, বর্ণ যাই হোক আমরা সবাই একই দেশের মানুষ। সামাজিকভাবে সু-সম্পর্ক গড়ে তোলা সহ সবাইকে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় বন্ধনকে অটুট রাখতে তিনি সকল ধর্মের মানুষকে সহনশীল হবার আহব্বান জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, সাবেক ইউপি সদস্য ইজ্জত আলী, উপজেলা জামে মসজিদের খতিব রুহুল আমিন সৌরভ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারী, পূজা পরিষদের সাধারন সম্পাদক প্রশান্ত খাঁ, এনজিও কর্মী শিবুপদ বিশ্বাস, পূজা পরিষদের সাংগাঠনিক সম্পাদক বিপ্লব বিষ্ণু ও খৃষ্টান মিশনারীজের পুরোহিত প্রমুখ। এছাড়াও সমাবেশে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও উপজেলার সকল দুর্গা মন্দির কমিটির সভাপতি/সম্পাদকগন উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে অনুরুপভাবে আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্টিত হয়। সভাতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য আইনশৃংখলা রক্ষায় সকল পূজা মন্ডবেই পর্ষাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত হয়। এছাড়াও পূজার সকল কর্মকান্ড বাস্তবায়নে সরকারী নির্দেশনা মেনে চলার প্রতি অনুরোধ জানানো হয়। সভাতে সনাতন ধর্মের উপজেলার সকল মন্দিরের পুরোহিত সহ মন্দির কমিটির নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।