ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে সাত মাথার খেজুর গাছ! (ভিডিওসহ)

Reporter Name

বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের বিভিন্ন গ্রামে বিচিত্র সব খেজুরগাছের সন্ধান মিলছে। সদর উপজেলার কাষ্টসাগরা ও কালীগঞ্জের বাকুলিয়া গ্রামে ৯ ও ১০ মাথাওয়ালা খেজুর গাছের পর কোটচাঁদপুরে মিলেছে ২২ মাথা বিশিষ্ট খেজুর গাছ।

এবার জেলার কালীগঞ্জ উপজেলায় দেখা মিলেছে সাতমাথাওয়ালা খেজুর গাছ। উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে গাছটি।

দেখা গেছে, মাটিতে একটি গাছ দাড়িয়ে থাকলেও কান্ড একাধিক। শীত মৌসুমে এ সব গাছের প্রতিটি মাথায় ভাড় পেতে গাছিরা রস সংগ্রহ করে। গাছের প্রত্যেকটি মাথায় আলাদা আলাদা সতেজ পাতা আছে।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি জেনিটিক সমস্যা। হরমোন জনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা প্রশাখা হতে পারে। তবে সেটা হয় খুবই কম। ঝিনাইদহের বিভিন্ন গ্রামে এ মন খেজুর গাছের অস্তিত্ব রয়েছে।

ভিডিও দেখুন…

About Author Information
আপডেট সময় : ০৪:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
৩৮৪ Time View

কালীগঞ্জে সাত মাথার খেজুর গাছ! (ভিডিওসহ)

আপডেট সময় : ০৪:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১

বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের বিভিন্ন গ্রামে বিচিত্র সব খেজুরগাছের সন্ধান মিলছে। সদর উপজেলার কাষ্টসাগরা ও কালীগঞ্জের বাকুলিয়া গ্রামে ৯ ও ১০ মাথাওয়ালা খেজুর গাছের পর কোটচাঁদপুরে মিলেছে ২২ মাথা বিশিষ্ট খেজুর গাছ।

এবার জেলার কালীগঞ্জ উপজেলায় দেখা মিলেছে সাতমাথাওয়ালা খেজুর গাছ। উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে গাছটি।

দেখা গেছে, মাটিতে একটি গাছ দাড়িয়ে থাকলেও কান্ড একাধিক। শীত মৌসুমে এ সব গাছের প্রতিটি মাথায় ভাড় পেতে গাছিরা রস সংগ্রহ করে। গাছের প্রত্যেকটি মাথায় আলাদা আলাদা সতেজ পাতা আছে।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি জেনিটিক সমস্যা। হরমোন জনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা প্রশাখা হতে পারে। তবে সেটা হয় খুবই কম। ঝিনাইদহের বিভিন্ন গ্রামে এ মন খেজুর গাছের অস্তিত্ব রয়েছে।

ভিডিও দেখুন…