মোঃ হাবিব ওসমান,

ঝিনাইদহ ব্যুরোঃ ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান সংবাদ সম্মেলন করেছেন। তিনি ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। রোববার দুপুরে শহরের কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সংবাদ সম্মেলনর শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এসময় স্বাধীনতা যুদ্ধে শহীদ ও নির্যাতিত মা-বোনদের প্রতি সম্মান জানিয়ে লিখিত বক্তব্য শুরু করেন। লিখিত বক্তব্যে আওয়ামী দলীয় সাবেক এই সাংসদ বলেন, গত ১৬ আগষ্ট শোক সভায় যখন আওয়ামীলীগের নেতা কর্মীদের আগমনে জন¯্রতে রুপ নিয়েছিল তখন উপজেলার জামাল ইউনিয়নের সামনে থেকে সন্ত্রাসীরা নেতাকর্মীদের উপর হামলা কর্।ে এসময় কমপক্ষে ১০ নেতাকর্মীকে জখম করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট করে। একই রকমভাবে উপজেলার নলডাঙ্গা, বারোবাজার, কাষ্টভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া হয়। তিনি আরো বলেন, যারা আমার শোক সভায় যোগ দিয়েছিল তাদের ভিজিএফ এর বরাদ্দকৃত চাল দেওয়া হয়নি। শত বাধা সত্বেও ২০ থেকে ২৫ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে বিশাল শোকসভা অনুষ্ঠিত হয় বলে দাবি করেন এই সাবেক সংসদ সদস্য। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই সাংসদ দলীয় পতিপক্ষের দিকে ইঙ্গিত করে বলেন, ২০১৫ সালে ৭ জানুয়ারি দিনের বেলা কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনন্দ মোহনকে প্রকাশ্যে হত্যা করা হয়। আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করছে না। তিনি শোকসভার দিন নেতাকর্মীদের উপর হামলা ও আনন্দ মোহন হত্যা মামলায় জড়িতেদের আটক করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here