ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে জখম: আসামি শনাক্ত না হওয়ায় থানার সামনে মানববন্ধন

 

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেণির স্কুলছাত্রকে বিলে মাছ ধরার অপরাধে দিনে-দুপুরে কুপিয়ে জখমের ৭ দিন পেরিয়ে গেলেও আসামি শনাক্ত না হওয়ায় মানববন্ধন করেছে গ্রামবাসী।

শুক্রবার বিকেল ৪ টার দিকে কালীগঞ্জ থানার মূল গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার কুল্যাপাড়া গ্রামের প্রায় ২ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্যাপাড়া গ্রামের রবিউল ইসলাম, শাহারিয়ার আহমেদ সানিসহ আহত স্কুলছাত্র গিফারির স্বজনরা বক্তব্য রাখেন। আহত স্কুলছাত্র গিফারি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্খাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ এপ্রিল শুক্রবার মনোহরপুর গ্রামে মাছ ধরতে যাওয়ায় গিফারি ইসলাম নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখমের ৭ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। আসামি শনাক্তে পুলিশের গাফিলতি আছে। পুলিশকে বিভিন্ন তথ্য দিলেও তারা কর্ণপাত করছেন না। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা।

তবে এ ব্যাপারে জানতে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদারের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, মামলাটি তদন্তনাধীন রয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে।

সবুজদেশ/এসইউ

কালীগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে জখম: আসামি শনাক্ত না হওয়ায় থানার সামনে মানববন্ধন

Update Time : ০৯:৪১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেণির স্কুলছাত্রকে বিলে মাছ ধরার অপরাধে দিনে-দুপুরে কুপিয়ে জখমের ৭ দিন পেরিয়ে গেলেও আসামি শনাক্ত না হওয়ায় মানববন্ধন করেছে গ্রামবাসী।

শুক্রবার বিকেল ৪ টার দিকে কালীগঞ্জ থানার মূল গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার কুল্যাপাড়া গ্রামের প্রায় ২ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্যাপাড়া গ্রামের রবিউল ইসলাম, শাহারিয়ার আহমেদ সানিসহ আহত স্কুলছাত্র গিফারির স্বজনরা বক্তব্য রাখেন। আহত স্কুলছাত্র গিফারি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্খাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ এপ্রিল শুক্রবার মনোহরপুর গ্রামে মাছ ধরতে যাওয়ায় গিফারি ইসলাম নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখমের ৭ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। আসামি শনাক্তে পুলিশের গাফিলতি আছে। পুলিশকে বিভিন্ন তথ্য দিলেও তারা কর্ণপাত করছেন না। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা।

তবে এ ব্যাপারে জানতে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদারের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, মামলাটি তদন্তনাধীন রয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে।

সবুজদেশ/এসইউ