ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোবারকগঞ্জ স্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর (ভিডিও)

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে গড়া শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর দুই দিনের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনে অবস্থান করছে। শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ রেল জাদুঘরটি দেখতে ভীড় করছেন। বঙ্গবন্ধু সম্পর্কে অজানা তথ্য জানতে পেরে খুশি দর্শনার্থীরা।

সরেজমিন রেল জাদুঘরটি ঘুরে দেখা গেছে, ভ্রাম্যমান রেলটিতে রয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও সুদৃশ্য অপরূপ ডিজাইন। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় রয়েছে ছোট্ট পরিসরে ফুলবাগান। রয়েছে পাঠাগারও। শিশু, কিশোর থেকে শুরু সব বয়সি মানুষ আগ্রহ নিয়ে দেখছেন রেলের কামরায় নির্মিত জাদুঘরটি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য রয়েছে এখানে। প্রবেশ মুখেই দর্শনার্থীরা পরিচিত হবেন বঙ্গবন্ধুর শৈশবের দিনগুলোর সাথে। বঙ্গবন্ধুর ছাত্রজীবন, বেড়ে ওঠা, মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে গণমানুষের প্রাণের নেতা হয়ে ওঠা এবং ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে তার অবদান। রয়েছে অধিকার আদায়ের সংগ্রাম নির্যাতনের চিত্র, মামলা ও কারাভোগের দলিল। ১৯৭১ যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ জানা যাবে। কোচটিতে বড় এলইডিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, থিম সং এবং বঙ্গবন্ধুর ওপর রচিত গান প্রচার করা হচ্ছে।

শনিবার সকালে উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশনে রেল জাদুঘরটির কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, স্টেশন মাস্টার শাহাজাহান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সৌভিক কুমার নামের এক শিশু জানায়, দাদুর সাথে রেল জাদুঘরটি দেখতে এসেছে। এখানে এসে অনেক কিছু দেখতে পারলাম। দেখে খুব ভালো লাগছে। বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।

বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানান, ভ্রাম্যমান রেল জাদুঘরটি রেলওয়ে মন্ত্রণালয়ের অনবদ্য সৃষ্টি। নতুন প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাসে ১ আগস্ট গোপালগঞ্জ থেকে যাত্রা শুরু হয়েছে এই জাদুঘরের। এই যাদুঘরটি বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধারার জন্য চালু হয়েছে। রেলটি একটি শিডিউল অনুযায়ী সব রেল স্টেশনে দুই দিন অবস্থান করবে। শনিবার সকাল ৯ টা থেকে সোমবার রাত ৮ টা পর্যন্ত ভ্রাম্যমান রেল জাদুঘরটি মোবারকগঞ্জ স্টেশনে অবস্থান করবে বলেও জানান তিনি।

ভিডিও…

Tag :

About Author Information
Update Time : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
১৩২ Time View

মোবারকগঞ্জ স্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর (ভিডিও)

Update Time : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে গড়া শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর দুই দিনের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনে অবস্থান করছে। শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ রেল জাদুঘরটি দেখতে ভীড় করছেন। বঙ্গবন্ধু সম্পর্কে অজানা তথ্য জানতে পেরে খুশি দর্শনার্থীরা।

সরেজমিন রেল জাদুঘরটি ঘুরে দেখা গেছে, ভ্রাম্যমান রেলটিতে রয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও সুদৃশ্য অপরূপ ডিজাইন। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় রয়েছে ছোট্ট পরিসরে ফুলবাগান। রয়েছে পাঠাগারও। শিশু, কিশোর থেকে শুরু সব বয়সি মানুষ আগ্রহ নিয়ে দেখছেন রেলের কামরায় নির্মিত জাদুঘরটি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য রয়েছে এখানে। প্রবেশ মুখেই দর্শনার্থীরা পরিচিত হবেন বঙ্গবন্ধুর শৈশবের দিনগুলোর সাথে। বঙ্গবন্ধুর ছাত্রজীবন, বেড়ে ওঠা, মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে গণমানুষের প্রাণের নেতা হয়ে ওঠা এবং ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে তার অবদান। রয়েছে অধিকার আদায়ের সংগ্রাম নির্যাতনের চিত্র, মামলা ও কারাভোগের দলিল। ১৯৭১ যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ জানা যাবে। কোচটিতে বড় এলইডিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, থিম সং এবং বঙ্গবন্ধুর ওপর রচিত গান প্রচার করা হচ্ছে।

শনিবার সকালে উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশনে রেল জাদুঘরটির কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, স্টেশন মাস্টার শাহাজাহান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সৌভিক কুমার নামের এক শিশু জানায়, দাদুর সাথে রেল জাদুঘরটি দেখতে এসেছে। এখানে এসে অনেক কিছু দেখতে পারলাম। দেখে খুব ভালো লাগছে। বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।

বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানান, ভ্রাম্যমান রেল জাদুঘরটি রেলওয়ে মন্ত্রণালয়ের অনবদ্য সৃষ্টি। নতুন প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাসে ১ আগস্ট গোপালগঞ্জ থেকে যাত্রা শুরু হয়েছে এই জাদুঘরের। এই যাদুঘরটি বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধারার জন্য চালু হয়েছে। রেলটি একটি শিডিউল অনুযায়ী সব রেল স্টেশনে দুই দিন অবস্থান করবে। শনিবার সকাল ৯ টা থেকে সোমবার রাত ৮ টা পর্যন্ত ভ্রাম্যমান রেল জাদুঘরটি মোবারকগঞ্জ স্টেশনে অবস্থান করবে বলেও জানান তিনি।

ভিডিও…