ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে শারিরীকভাবে লাঞ্চিত করার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন সোনাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন সোনাকে পদ হইতে সাময়িক অব্যাহতি প্রদান করা হইলো।
জানা যায়, ৮ অক্টোবর বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন সোনা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলাকালে বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে পাওয়ার টিলারে ইট বহন করছিল। পাওয়ার টিলারের বিকট শব্দে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রধান শিক্ষিকা উম্মে হানি তার কক্ষ থেকে বাইরে এসে এরশাদ হোসেন সোনাকে স্কুল চলাকালীন সময়ে ইট পরিবহন বন্ধ রাখতে অনুরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সহকারী শিক্ষক সুব্রত রায় এলে তার সঙ্গে হাতাহাতি হয় এবং বাঁশ দিয়ে আঘাত করার অভিযোগ পাওয়া যায়।
সবুজদেশ/এসএএস