ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে হতদরিদ্র ব্যক্তির শেষ সম্বল ইজিবাইক চুরি

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের হতদরিদ্র মিজানুর রহমান খোকনের আয় রোজগারের একমাত্র সম্বল ইজিবাইকটি চুরি হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে ইজিবাইকটি চুরি হয়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় শুক্রবার (২৫ এপ্রিল) একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহজমান খোকন।

মিজানুর রহমানের বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে রাতে ইজিবাইক চার্জে দিয়ে রেখেছিলেন। ওই রাতে ১২টার দিকেও তার ইজিবাইক সঠিক স্থানে দেখতে পান তিনি। শুক্রবার সকালে উঠে দেখেন চেইন কেটে চোরেরা তার ইজিবাইকটি নিয়ে গেছে। পরে আশপাশের নানা স্থানে খোঁজ করেও ইজিবাইকটির সন্ধান পায়নি। উপার্জনের একমাত্র ইজিবাইকটি হারিয়ে পাগল প্রায় মিজানুর রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসইউ

কালীগঞ্জে হতদরিদ্র ব্যক্তির শেষ সম্বল ইজিবাইক চুরি

Update Time : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের হতদরিদ্র মিজানুর রহমান খোকনের আয় রোজগারের একমাত্র সম্বল ইজিবাইকটি চুরি হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে ইজিবাইকটি চুরি হয়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় শুক্রবার (২৫ এপ্রিল) একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহজমান খোকন।

মিজানুর রহমানের বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে রাতে ইজিবাইক চার্জে দিয়ে রেখেছিলেন। ওই রাতে ১২টার দিকেও তার ইজিবাইক সঠিক স্থানে দেখতে পান তিনি। শুক্রবার সকালে উঠে দেখেন চেইন কেটে চোরেরা তার ইজিবাইকটি নিয়ে গেছে। পরে আশপাশের নানা স্থানে খোঁজ করেও ইজিবাইকটির সন্ধান পায়নি। উপার্জনের একমাত্র ইজিবাইকটি হারিয়ে পাগল প্রায় মিজানুর রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসইউ