ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে হাসপাতালে বাবার লাশ রেখে পরীক্ষার কক্ষে ছেলে

Reporter Name

ফাইল ছবি

ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বাবার মরদেহ হাসপাতালে রেখে পরীক্ষা দিয়েছে খালিদ হাসান নামের এক এসএসসি পরীক্ষার্থী। খালিদ হাসান কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে খালিদের বাবা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন খালিদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। বাবার মরদেহ হাসপাতালে রেখেই সে কালীগঞ্জ পৌর শহরের সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

তার বাবা খলিলুর রহমান বিসিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত ২৩ জানুয়ারি তিনি প্রচন্ড ঠান্ডা কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষার পর তার কিডনি সম্পূর্ণ ড্যামেজসহ হার্টের সমস্যা ধরা পড়ে। প্রায় দশ দিন পর তিনি মঙ্গলবার সকালে মারা যান।

তাদের গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। তারা দির্ঘদিন ধরে কালীগঞ্জ শহরের আড়পাড়ায় বসবাস করছিল।

খালিদ হাসানের খালু অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রেজাউল ইসলাম জানান, প্রধান শিক্ষক খলিলুর রহমান সকাল ৯.৩ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ছেলে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারা বাবা মারা গেলেও খালিদের পরীক্ষার কারনে সকালে তাকে জানানো হয়নি। পরীক্ষার পর তাকে জানানো হয়।

About Author Information
আপডেট সময় : ০৫:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
৮২৪ Time View

কালীগঞ্জে হাসপাতালে বাবার লাশ রেখে পরীক্ষার কক্ষে ছেলে

আপডেট সময় : ০৫:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০

ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বাবার মরদেহ হাসপাতালে রেখে পরীক্ষা দিয়েছে খালিদ হাসান নামের এক এসএসসি পরীক্ষার্থী। খালিদ হাসান কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে খালিদের বাবা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন খালিদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। বাবার মরদেহ হাসপাতালে রেখেই সে কালীগঞ্জ পৌর শহরের সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

তার বাবা খলিলুর রহমান বিসিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত ২৩ জানুয়ারি তিনি প্রচন্ড ঠান্ডা কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষার পর তার কিডনি সম্পূর্ণ ড্যামেজসহ হার্টের সমস্যা ধরা পড়ে। প্রায় দশ দিন পর তিনি মঙ্গলবার সকালে মারা যান।

তাদের গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। তারা দির্ঘদিন ধরে কালীগঞ্জ শহরের আড়পাড়ায় বসবাস করছিল।

খালিদ হাসানের খালু অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রেজাউল ইসলাম জানান, প্রধান শিক্ষক খলিলুর রহমান সকাল ৯.৩ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ছেলে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারা বাবা মারা গেলেও খালিদের পরীক্ষার কারনে সকালে তাকে জানানো হয়নি। পরীক্ষার পর তাকে জানানো হয়।