কালীগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির স্ট্যাটাস
সবুজদেশ ডেস্কঃ
বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় দেশে ৬ জন নতুনসহ ৩৩ জন আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসে এ পর্যন্ত দেশে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। করোনা ভাইরাস আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী।
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেন গত ৫ মার্চ ভারতে গিয়েছিলেন। তিনি উপজেলার বেজপাড়া গ্রামের বাসিন্দা। ভারত থেকে ১৫ মার্চ দেশে এসে স্ত্রীসহ দু’জনই এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া নিয়ে একটি স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করেছেন।
পাঠকদের জন্য হুবহু সেই ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলোঃ-
করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হউন।
আমার ছেলের চিকিৎসা গত কারনে আমি ৫/৩ তে ভারত গমন করি এবং ১৫/৩ দেশে ফিরে আসি।
বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছি আমরা দু,জনই। আল্লার রহমতে এখনও কোন ধরনের খারাপ লক্ষন দেখা দেয়নি।আমি একজন দায়িত্বশীল ব্যাক্তি হিসাবে স্বাস্থ্য বিধি মেনে চলছি।তারপরও স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারীতে আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা /থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা প্রতিদিন ৩-৪ বার খোজ খবর নিচ্ছেন এবং জরুরী হিসাবে বাড়ীতে লাল পতাকা টানিয়ে দিয়েছেন।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় প্রশাসনের/মেয়র/ইউপি চেয়ারম্যান গনের কর্ম কান্ড দেখে সত্যিই অভিভূত। আমি মনে করি বিদেশ ফেরত ব্যক্তিরাই শুধু নয় প্রতিটি ব্যক্তিরই উচিৎ করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সঙ্গনিরোধ ভাবে জীবন যাপন করা এবং স্বস্থ্য বিধি মেনে চলা। নিশ্চয় আল্লাহ আমাদের সহায় হবেন।
করোনা প্রতিরোধে সার্বিক ব্যবস্থাপনা ও নিরলস ভাবে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য জন্য কৃতঞ্জতা জানাই ঝিনাইদহ ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃআনোয়ারুল আজীম আনার, উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, মেয়র মোঃ আশরাফুল আলম,কালীগঞ্জ পৌরসভা, সহকারী কমিশনার ভূমী, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ ইলিয়াছ রহমান মিঠু চেয়ারম্যন সুন্দরপুর-দূর্গাপুর ইউপি।
ধন্যবাদ।