ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শিক্ষকরা ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে এ মানববন্ধন পালন করেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে। উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসা থেকে শত শত শিক্ষক কর্মচারী মানববন্ধনে যোগ দেন।
এসময় বক্তৃতা করেন, প্রভাষক মুসা করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক হারুনর রশিদ, মাদরাসাশিক্ষক নেতা নজরুল ইসলামসহ শিক্ষক নেতারা।
তিন দফা দাবিতে ১২ অক্টোরব ঢাকায় বিশাল জনসমাবেশের মধ্যে দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। ১৩ অক্টোবর থেকে সারাদেশে স্কুল কলেজ ও মাদরাসায় কর্মবিরতী পালন করছে। তাদের দাবি না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাস্তায় থাকবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 


















