ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রকে কুপিয়ে জখম: সর্বশেষ যা জানা গেল

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর ও কুল্যাপাড়া গ্রামের মাঝখানে অবস্থিত কয়ার বিলে মাছ ধরতে যাওয়ায় ৫ম শ্রেণির ছাত্র গিফারি ইসলাম নামে ১১ বছরের এক শিশুকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে আহতের চাচা উজ্জল শেখ বাদী হয়ে অভিযুক্ত যুবকসহ অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কয়ার বিলে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র উপজেলার কুল্যাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও কুল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্বজনেরা জানায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে বায়েজিদ, ইয়াসিন ও গিফারি এই তিন বন্ধু কয়ার বিলে মাছ ধরতে যায়। মাছ ধরার সময়ে মনোহরপুর গ্রামের রওশন আলীর ছেলে ওহিদুল ইসলাম সেখানে গিয়ে গাছি দা দিয়ে গিফারিকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। ঘটনার পর তার দুই বন্ধু রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর তাকে প্রথমে যশোর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকাতে রেফার্ড করা হয়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক না করায় হতাশ আহত গিফারির পরিবারের সদস্যরা।

ঢাকা মেডিকেলে আহত গিফারির সাথে অবস্থান করা তার বড় ফুফা কামরুল ইসলাম জানান, গিফারির অবস্থা ভালো না। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনারা সবাই গিফারির জন্য দোয়া করবেন। গিফারির বাবা একজন রেমিট্যান্স যোদ্ধা। যারা এ ঘটনায়া জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শহিদুল ইসলাম হাওলাদার জানান, মাছ ধরা নিয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় একটি অজ্ঞাত দুইজনকে আসামি করে একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।

ভিডিও…

সবুজদেশ/এসএএস

কালীগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রকে কুপিয়ে জখম: সর্বশেষ যা জানা গেল

Update Time : ০৯:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর ও কুল্যাপাড়া গ্রামের মাঝখানে অবস্থিত কয়ার বিলে মাছ ধরতে যাওয়ায় ৫ম শ্রেণির ছাত্র গিফারি ইসলাম নামে ১১ বছরের এক শিশুকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে আহতের চাচা উজ্জল শেখ বাদী হয়ে অভিযুক্ত যুবকসহ অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কয়ার বিলে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র উপজেলার কুল্যাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও কুল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্বজনেরা জানায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে বায়েজিদ, ইয়াসিন ও গিফারি এই তিন বন্ধু কয়ার বিলে মাছ ধরতে যায়। মাছ ধরার সময়ে মনোহরপুর গ্রামের রওশন আলীর ছেলে ওহিদুল ইসলাম সেখানে গিয়ে গাছি দা দিয়ে গিফারিকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। ঘটনার পর তার দুই বন্ধু রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর তাকে প্রথমে যশোর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকাতে রেফার্ড করা হয়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক না করায় হতাশ আহত গিফারির পরিবারের সদস্যরা।

ঢাকা মেডিকেলে আহত গিফারির সাথে অবস্থান করা তার বড় ফুফা কামরুল ইসলাম জানান, গিফারির অবস্থা ভালো না। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনারা সবাই গিফারির জন্য দোয়া করবেন। গিফারির বাবা একজন রেমিট্যান্স যোদ্ধা। যারা এ ঘটনায়া জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শহিদুল ইসলাম হাওলাদার জানান, মাছ ধরা নিয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় একটি অজ্ঞাত দুইজনকে আসামি করে একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।

ভিডিও…

সবুজদেশ/এসএএস