নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে শহরের আয়শা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাক আহমেদ লাভলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।
কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওহাব হোসেন, মিলন আহমেদ, ফারুক হোসেনসহ অন্যান্যরা।
এরপর কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বিজু। নতুন কমিটিতে পলাশ প্রমানিককে সভাপতি, রাজেন শর্মা কে সহ-সভাপতি, মাহাবুর ইসলামকে সাধারন সম্পাদক, শিপন হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সমরেশ বিশ্বাস সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।