কালীগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি কৃষি মেলা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩ দিন ব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে । কালীগঞ্জ উপজেলা চত্বরে মঙ্গলবার সকাল ১১ টায় এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ষষ্ঠি চন্দ্র রায়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম , স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। কৃষি উদ্যোক্তা টিপু সুলতান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জামির হোসেন ও সমন্বয়ক হোসাইন আহমেদ।এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন ।এ সময় কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান , কৃষদের উৎপাদিত পন্য দিয়েই কৃষি মেলা সাজানো হয় ।
এ মেলায় কৃষকরা তাদের উৎপাদিত নতুন সবজি বা ফল প্রদর্শনের জন্য নিয়ে আসেন । নতুন সবজি বা ফল অন্য কৃষকদের যেমন আকৃষ্ট করে তেমনি কৃষকরা একে অপরের সাথে মিলিত হওয়ার সুযোগ পায় । কৃষকদের কৃষি কাজে উৎসাহ দিতে এ মেলার ধারাবাহিকতা থাকবে । উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগত অতিথিরা কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সবুজদেশ/এসইউ