কালীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতির নামে মিথ্যা অভিযোগের পেক্ষিতে ঝিনাইদহ জেলা যুবলীগের প্রেস বিজ্ঞপ্তি
মোঃ হাবিব ওসমান :
ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেক করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কালীগঞ্জ উপজেলা শাখার যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নির্ভিক ও প্রতিবাদি কন্ঠস্বর শিবলী নোমানীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং দলের ভাব মূর্তি নষ্ট করার জন্য তাকে ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন সরকারী বিভিন্ন সংস্থার কাছে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মাদক ব্যবসায়ীদের তালিকায় নাম অন্তভূক্ত করিয়েছে । এর সুষ্ঠ তদন্ত করার জন্য শিবলী নোমানী ইতিমধ্যে জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তর বরাবর আবেদন করেছে। তাছাড়া সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদসহ নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হল- শিবলী নোমানী কোন কালেই এই ঘৃন্য ব্যবসার সাথে জড়িত ছিল না বা এখনও নাই। কোথাও তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা নেই। তাহলে কোন প্রমানের ভিক্তিতে তার নাম তালিকাভূক্ত করা হল? আমরা মনে করি প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী বিরোধী চক্র আমাদের প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে আওয়ামীলীগকে ধ্বংস করার অপচেষ্ঠা চালিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ হয়, এর নিরপেক্ষ তদন্তের মাধ্যেমে মাদক তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য ঝিনাইদহ জেলা যুবলীগের পক্ষ থেকে জোর দাবী জানানো হয়।
কালীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতির নামে মিথ্যা অভিযোগের পেক্ষিতে ঝিনাইদহ জেলা যুবলীগের প্রেস বিজ্ঞপ্তি