ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়ক বেহাল, ঘটছে দুর্ঘটনা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

সংস্কারের অভাবে খানা খন্দে ভরপুর হয়ে পড়েছে কালীগঞ্জ-কোটচাঁদপুরের আধাকিলোমিটার সড়ক। বেহাল এই সড়কে বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বেশির ভাগ অংশের পিচ ও পাথর উঠে গিয়ে সুড়কি বালু বেরিয়ে গেছে। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিহারি মোড় থেকে গুলশান মোড় পর্যন্ত চলাচল করার অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে।

কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে।  প্রায় দু’ মাস এ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ব্যবসায়ী তপন কুমার জানান, রাস্তায় খানাখন্দ থাকার কারণে রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। তিনি বলেন, কয়েক মাস আগে সড়কটি সংস্কার করা হয়েছে। নিম্নমানের কাজ করায় অল্পদিনের এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সিএনজি চালকরা বলেন, বর্তমানে এ সড়কে চলাচলে গাড়ির যন্ত্রপাতি নষ্ট হয়ে অনেক লোকসান গুণতে হচ্ছে। এছাড়া শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা বলেন, একটু বৃষ্টি হলেই গাড়ি চলাচল দূরের কথা, রাস্তায় হাঁটা পর্যন্ত যায় না। রাস্তা ভেঙে ডোবা হয়ে যাচ্ছে কিন্তু কর্তৃপক্ষের কোনো নজর নেই। অনেক সময়, সড়কের গর্তের উপর পড়ে অটোরিকশা, ইজিবাইক, মালবাহী গাড়ি, কিংবা যাত্রীবাহী ছোট ছোট যানবাহন উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। সড়কের কোথাও কোথাও দুই-তিন ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় হাজার হাজার যানবাহন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন। সড়কটি দ্রুত মেরামতের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, কালীগঞ্জ-কোটচাঁদপুরের এ সড়ক শীঘ্রই সংস্কার করা হবে।   আগামী ডিসেম্বরে ১৫ কিলোমিটার সড়ক টেন্ডার হবে বলে জানান তিনি। এ সময় সড়কের সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান আনোয়ার পারভেজ।

Tag :

About Author Information
Update Time : ১০:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
২৩৪ Time View

কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়ক বেহাল, ঘটছে দুর্ঘটনা

Update Time : ১০:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

সংস্কারের অভাবে খানা খন্দে ভরপুর হয়ে পড়েছে কালীগঞ্জ-কোটচাঁদপুরের আধাকিলোমিটার সড়ক। বেহাল এই সড়কে বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বেশির ভাগ অংশের পিচ ও পাথর উঠে গিয়ে সুড়কি বালু বেরিয়ে গেছে। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিহারি মোড় থেকে গুলশান মোড় পর্যন্ত চলাচল করার অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে।

কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের যানবাহন চলাচল করে এ সড়ক দিয়ে।  প্রায় দু’ মাস এ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ব্যবসায়ী তপন কুমার জানান, রাস্তায় খানাখন্দ থাকার কারণে রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। তিনি বলেন, কয়েক মাস আগে সড়কটি সংস্কার করা হয়েছে। নিম্নমানের কাজ করায় অল্পদিনের এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সিএনজি চালকরা বলেন, বর্তমানে এ সড়কে চলাচলে গাড়ির যন্ত্রপাতি নষ্ট হয়ে অনেক লোকসান গুণতে হচ্ছে। এছাড়া শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা বলেন, একটু বৃষ্টি হলেই গাড়ি চলাচল দূরের কথা, রাস্তায় হাঁটা পর্যন্ত যায় না। রাস্তা ভেঙে ডোবা হয়ে যাচ্ছে কিন্তু কর্তৃপক্ষের কোনো নজর নেই। অনেক সময়, সড়কের গর্তের উপর পড়ে অটোরিকশা, ইজিবাইক, মালবাহী গাড়ি, কিংবা যাত্রীবাহী ছোট ছোট যানবাহন উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। সড়কের কোথাও কোথাও দুই-তিন ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় হাজার হাজার যানবাহন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন। সড়কটি দ্রুত মেরামতের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, কালীগঞ্জ-কোটচাঁদপুরের এ সড়ক শীঘ্রই সংস্কার করা হবে।   আগামী ডিসেম্বরে ১৫ কিলোমিটার সড়ক টেন্ডার হবে বলে জানান তিনি। এ সময় সড়কের সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান আনোয়ার পারভেজ।