ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের ঢাকালেপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ শিখা রাণী দাস (৩০) নামে এক নারীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
শিখা রাণী দাস কালীগঞ্জ পৌরসভার ঢাকালে পাড়া এলাকার উজ্জল দাসের স্ত্রী। এ সময় বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানকালে ঝিনাইদহ আর্মি ক্যাম্পের মেজর আসিব, এসআই গিয়াসউদ্দিনসহ বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ঢাকালে পাড়া এলাকার উজ্জল দাসের বাড়ি থেকে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় উজ্জল দাস ও তার ভাই উত্তম দাস পলাতক।
সবুজদেশ/এসইউ