বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের মোঃ আশরাফুল আলম আশরাফ।

তিনি পেয়েছেন নৌকা প্রতিক নিয়ে ১৯ হাজার ৪২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি ধানের শীষ প্রতিকের আলহাজ্ব মাহাবুবার রহমান পেয়েছেন ৩ হাজার ১৫০ ভোট। এছাড়াও স্বতন্ত্র নারিকেল গাছ প্রতিকের এনামুল হক ইমান পেয়েছেন ২ হাজার ৭৫৫ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতিকের মোঃ নুরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৬৬ ভোট।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আলমগীর হোসেন বেসরকারিভাবে প্রাথমিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও সংরক্ষিত নারী ও পুরুষ কাউন্সিলর হয়েছেন যারা-

সংরক্ষিত নারী: ১নং ওয়ার্ড- আঞ্জুয়ারা বেগম- চশমা- ২০২১, ছবি রানী দেবনাথ- হারমোনিয়াম- ২০৮০, মোছা- মমতাজ বেগম- জবাফুল- ৩৫১০, রীতা বিশ্বাস- আনারস- ১১৪২

সংরক্ষিত নারী- ২নং- বীনা প্রতিদ্বন্দিতায় শামছুন্নাহার বীনা

সংরক্ষিত নারী ৩ নং ওয়ার্ড- আঞ্জু বেগম- চশমা- ২২৮২, সুনিতা রানী পাল- জবাফুল-১৮১৬, সোহানা আক্তার- অটোরিক্সা- ১৫৭৯, সৌদিয়া পারভীন পান্না- আনারস- ১৯২৫, হেনা খাতুন- টেলিফোন- ২১২৭

১নং ওয়ার্ডঃ মোঃ মতিয়ার রহমান পিন্ট- উটপাখি-৬৭৬, মোঃ তৌহিদুল ইসলাম- পানির বোতল-২৩৯, মোঃ রাশেদুল হক রিগান- পাঞ্জাবী-৮০৯, মোঃ মোশারেফ হোসেন-ডালিম-৪২৩, মোঃ জহুরুল ইসলাম খোকন-গাজর-৩৫০

২নং ওয়ার্ডঃ মোঃ ফাইজুর রহমান- ফাইল কেবিনেট- ৪৮৫, দীনবন্ধু বিশ্বাস- পাঞ্জাবী-৬৪৪, মোঃ সাহিদুল ইসলাম- পানির বোতল ২১৫, মোঃ হাফিজুর রহমান রুবেল- টেবিল ল্যাম্প- ৩০৮, মিজানুর রহমান- গাজর- ৫২৬, মোঃ রুবেল মিয়া- ব্রীজ- ১০৪৮, মোঃ মুনজুর আলী- উটপাখি-১৫৮, মোঃ ইমরান হোসেন- ব্লাকবোর্ড-১৩৬, আরিফ হোসেন- স্ক্রু ড্রাইভার-১৪৫ ও মোঃ দেলোয়ার হোসেন- ডালিম-১৫।

৩নং ওয়ার্ডঃ মোঃ আশরাফুল ইসলাম মিঠু- পানির বোতল-৭১৯, মোঃ ফয়েজ উদ্দিন- টেবিল ল্যাম্প-৬৫, মোঃ মনিরুজ্জামান স্বপন- উটপাখি-২৮, মোঃ জিল্লুর রহমান- পাঞ্জাবী- ৬৪৭, মোঃ আশরাফুজ্জামান- ডালিম- ১১৩১।

৪নং ওয়ার্ডঃ মোঃ বদিউজ্জামান- ব্লাকবোর্ড-৫০৩, মোঃ জামাল উদ্দিন- ডালিম-৪৪৩, মোঃ আব্দুর রহিম- পানির বোতল-১৩০, মোঃ মশিয়ার রহমান- পাঞ্জাবী-৪৯৮, মোঃ শাহীনুর হোসেন- টেবিল ল্যাম্প-২৮, মোঃ আরিফুজ্জামান- গাজর-৩৮২ ও মোঃ মাছুদ আলী মালিতা- উটপাখি-৭৯।

৫নং ওয়ার্ডঃ মোঃ মনিরুজ্জামান। (বিনা প্রতিদ্বন্দিতায়)

৬নং ওয়ার্ডঃ মোঃ নাসির উদ্দিন লিটন- পানির বোতল- ৮৫৩, মোঃ আনোয়ার হোসেন- গাজর- ৬১০, মোঃ হীরকুজ্জামান- ব্লাকবোর্ড- ৭২৭, মোঃ আতিকুর রহমান- পাঞ্জাবী- ৪৬৬, মোঃ মিজানুর রহমান- টেবিল ল্যাম্প-২১৩, মোঃ সাহেদ আলী- উটপাখি-৩৬ ও মোঃ ছমির আলী- ডালিম-১১৫।

৭নং ওয়ার্ডঃ মোঃ মুক্তার হোসেন- টেবিল ল্যাম্প- ১৫৬৪, মোঃ শামিমুর রহমান- উটপাখি-৮২০, মোঃ শফিকুজ্জামান রাসেল- পানির বোতল-১০৬৯ ও মোঃ আরাফাত হোসেন- পাঞ্জাবী- ২৩০।

৮নং ওয়ার্ডঃ শাহিনুর ইসলাম- পাঞ্জাবী-৩৪১, মোঃ আরিফুল ইসলাম- পানির বোতল-৪৫৬, মোঃ দুলাল হোসেন- টেবিল ল্যাম্প- ১৩০, মোঃ আসাদুল ইসলাম- গাজর-৫৪, মোহাম্মদ শাহ আলম- ব্রীজ- ৪২৭, মেহেদী হাসান সজল- ব্লাক বোর্ড-১০২২, মোঃ রবিউল ইসলাম- ডালিম-২২২ ও সাদিক হোসেন সবুজ- উটপাখি-৩৭৭।

৯নং ওয়ার্ডঃ মোঃ মার্জেদ আলী বিশ্বাস- টেবিল ল্যাম্প- ৮৪৩ ও মোঃ ফিরোজ আহমেদ সেন্টু- উটপাখি-২২০১।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here