নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের ইতি পূর্বে অনিুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার মূলতবী সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে শহরের নিমতলা বাসস্টান্ড প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সভায় উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।
কমিটিতে সাবেক সভাপতি শাহজাহান আলী সাজু পুনরায় সভাপতি ও দৈনিক বীর জনতা নিজস্ব প্রতিবেদক বাবুল আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এনামুল হক সিদ্দিককে সহ-সভাপতি, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি রবিউল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক, দৈনিক নবচিত্র স্টাফ রির্পোটার হুসাইন কবির সুজনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক নতুন খবর প্রতিনিধি রাকিবুল ইসলামকে অফিস সম্পাদক এবং বিশিষ্ট কলামিষ্ট এমএ কাদের, দৈনিক অনির্বাণ প্রতিনিধি ও চিত্রা নিউজ ২৪ ডককম সম্পাদক সোলাইমান হোসাইন ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি গোলাম রসুলকে নির্বাহী সদস্য করা হয়েছে।
কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাহজাহান আলী সাজুর সভাপতিত্বে সভায় ক্লাবের সার্বিক রিপোর্ট পেশ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিক।
এছাড়া দৈনিক নবচিত্র পিন্টু সরকার, দৈনিক জনতার ইশতেহার প্রতিনিধি প্রবীর কুমার বিশ্বাস, দৈনিক নবচিত্র হরেন্দ্র নাথ সুত্রধর, দৈনিক বীর জনতা বারোবাজার প্রতিনিধি বাদশা মিয়া ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি খালেদ বিন রাব্বীকে প্রেসক্লাবের সদস্য করা হয়।
Reporter Name 



















