বিশেষ প্রতিনিধি:
কালীগঞ্জ বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে যায় নাপা নামের সব ধরনের ট্যবলেট। বেক্সিমকো কোম্পানির নাপা, নাপা এক্সট্রা, এক্সটেন্ড ও সিরাপ গত এক সপ্তাহ ধরে বাজারে পাওয়া যাচ্ছে না বলে রোগীরা জানিয়েছে।
এছাড়া ঝিনাইদহে করোনার ভয়াবহ প্রকোপে সাধারণ জ্বর-সর্দি-কাশির ওষুধের চাহিদাও ব্যাপক হারে বেড়ে যায়। গত ১৫/২০ দিন ধরে বেক্সিমকো কোম্পানির ওষুধ গুলোর তীব্র সংকট দেখা দেয়।
জানা গেছে, বৃহস্পতিবার (১ জুলাই) কালীগঞ্জ শহরের বিভিন্ন ওষুধের দোকানে বেক্সিমকো কোম্পানীর ওষুধ সরবরাহ করা হয়েছে। ধারনা করা হচ্ছে দু’একদিনের মধ্যে ওষুধের এ সংকট কেটে যাবে।
শহরের লিটন ফার্মেসীর স্বত্ত্বাধিকারী মাহামুদ হাসান সবুজদেশ নিউজকে জানান, গত ১৫/২০ দিন ধরে বেক্সিমকো কোম্পানীর ওষুধগুলো সংকট দেখা দিয়েছিল। কোথাও পাওয়া যাচ্ছিল না।
তিনি আরো জানান, কাঁচামাল সংকটে এ ওষুধের সরবরাহ বন্ধ ছিল বলে জানিয়েছেন কোম্পানীটির প্রতিনিধিরা। তবে ওষুধের দাম বাড়েনি বলেও জানান তিনি।