স্টাফ রিপোটার কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহ কালীগঞ্জ হাট বারোবাজার বিদ্যালয়ের নতুন ৪ তলা ভবন, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কর্ণার, সিসি ক্যামেরা, কারিগরি ভকেশনাল, বিজ্ঞান ল্যাব ও পাঁচটি মালটিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি ঝিনাইদহÑ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্টানে এমপি আনার বলেন, প্রধাানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে চলেছে। তার এ উপজেলার প্রায় প্রতিটি বিদ্যালয়ে বহুতল ৪ তলা ভবন তৈরির বরাদ্ধ পেয়েছে। তিনি আরো বলেন, উপজেলার একাধিক বিদ্যালয় গুলিতে ডিজিটাল করনসহ আধুনিক সরন্জামাদি দিয়ে ছাত্রছাত্রীদের উন্নত পাঠদানের ব্যাবস্থা করা হয়েছে। এতে ছাত্রছাত্রীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়ন কর্মকান্ডে বিশেষ অবদান রাখতে পারবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুবুর রহমান রনজুর সভাপত্তিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দীক ঠান্ডু, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, কালীগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভিন. বারোবাজার ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here