কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥
প্রজ্ঞাপন জারির মাধ্যমে বেতন থেকে ১০% কেটে নেওয়ার প্রতিবাদে ঝিনাইদহ কালীগঞ্জের বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। তারা বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচী পালন শেষে নির্বাহী কর্মকর্তার অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটি গ্রহন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিস সুপার হরিশচন্দ্র রায়।
স্মারকলিপি প্রদানপূর্বক সমাবেশে কালীগঞ্জ বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, মিজানুর রহমান, মোশাররফ হোসেন, কামরুজ্জামান কামাল, হারুন অর রশিদ,কৃষ্ণ চন্দ্র অধিকারী,সিনিয়র শিক্ষক সাখাওয়াৎ হোসেন,মিজানুর রহমান (বি.এসসি,) সাধন কুমার ঘোষ, আবু স্ঈাদ, আব্দুল মজিদ প্রমূখ।
শিক্ষক নেতৃবৃন্দ, বেসরকারী শিক্ষক কর্মচারীদেরকেও ৫ % বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদান করায় বর্তমান শিক্ষা বান্ধব সরকারকে ধন্যবাদ জানান। তবে সম্প্রতি শিক্ষক কর্মচারীদের বেতন থেকে ১০% কেটে নেওয়ার প্রজ্ঞাপন জারি হওয়ায় তারা হতাশা ব্যক্ত করেন। শিক্ষক নেতৃবৃন্দ,বর্তমান দ্রব্যমূল্যের উবর্ধগতির বাজারে প্রজ্ঞাপনটি স্থগিত করে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here