যেভাবে দেশ ছাড়লেন ওবায়দুল কাদের
পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায়, এ নিয়ে বিভিন্ন মহলে ছিলো নানা গুঞ্জন। এবার নিশ্চিতভাবেই জানা গেল ৮ নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন। ৫ আগস্ট থেকে ৯৫ দিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন। কীভাবেই বা দেশ ছাড়লেন।
খবর রয়েছে, তিনি এক বিশেষ স্থানে আদর-যত্নে দিন কাটাচ্ছিলেন। তবে কীভাবে দেশ ছাড়বেন তার ফন্দি-ফিকির করছিলেন। সবুজ সংকেত আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান।
জানা গেছে, শিলং থেকে ওবায়দুল কাদের যান কলকাতা। দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেল।
ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করছিলেন। হাসিনা এক্ষেত্রে অনেকটাই নীরব। আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট কাদেরের এই মন্তব্যে আন্দোলন আরও বেগবান হয়। পরিণতিতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়। এ কারণে হাসিনা কাদেরের ওপর যারপরনাই বিরক্ত। তাকে নিয়ে ছাত্র-জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া ছিল।
সূত্র: মানবজমিন