ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুকুরের ৪টি বাচ্চা মেরে ফেলায় থানায় কর্মকর্তার অভিযোগ!

Reporter Name

ফাইল ফটো

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চার কুকুর ছানাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

পিপলস ফর এনিমেল নামক সংগঠনের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আলমডাঙ্গায় থানাপাড়ায় ২২ জানুয়ারি কুকুরের চারটি ছানাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার উত্তর দিকের প্রাচীরের পাশে কুকুরের ৪টি বাচ্চাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ।

থানাপাড়ার সুলতানুল আরেফিন টাইফুসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গত ২২ জানুয়ারি দুপুরে প্রকাশ্যে মায়ের বুক থেকে কুকুরের চারটি বাচ্চাকে ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছেন থানাপাড়ার রূপক মিয়ার গাড়ির হেলপার সামিউল হক।

তারা বলেন, ‘যখন কুকুর শাবকগুলোকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছিল, সে সময় তাদের শোকাহত মা কিছুটা দূরে অসহায় দাঁড়িয়ে এ দৃশ্য দেখে অনবরত চোখের জল ঝরাচ্ছিল।’

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবদুল্লাহ-হেল কাফি ও থানার অফিসার গাজী শামীমুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মঙ্গলবার সন্ধ্যায় পিপলস ফর এনিমেল নামক সংগঠনের আলমডাঙ্গা প্রতিনিধি সাদ্দাম হোসেন এ ঘটনায় প্রাণী অধিকার আইন ২০১৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ-হেল কাফি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৭ ধারার ২ উপধারায় থানায় প্রসিকিউশন দাখিল করেন।

About Author Information
আপডেট সময় : ০৬:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
১৭৫৬ Time View

কুকুরের ৪টি বাচ্চা মেরে ফেলায় থানায় কর্মকর্তার অভিযোগ!

আপডেট সময় : ০৬:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চার কুকুর ছানাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

পিপলস ফর এনিমেল নামক সংগঠনের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আলমডাঙ্গায় থানাপাড়ায় ২২ জানুয়ারি কুকুরের চারটি ছানাকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার উত্তর দিকের প্রাচীরের পাশে কুকুরের ৪টি বাচ্চাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ।

থানাপাড়ার সুলতানুল আরেফিন টাইফুসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গত ২২ জানুয়ারি দুপুরে প্রকাশ্যে মায়ের বুক থেকে কুকুরের চারটি বাচ্চাকে ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছেন থানাপাড়ার রূপক মিয়ার গাড়ির হেলপার সামিউল হক।

তারা বলেন, ‘যখন কুকুর শাবকগুলোকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছিল, সে সময় তাদের শোকাহত মা কিছুটা দূরে অসহায় দাঁড়িয়ে এ দৃশ্য দেখে অনবরত চোখের জল ঝরাচ্ছিল।’

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবদুল্লাহ-হেল কাফি ও থানার অফিসার গাজী শামীমুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মঙ্গলবার সন্ধ্যায় পিপলস ফর এনিমেল নামক সংগঠনের আলমডাঙ্গা প্রতিনিধি সাদ্দাম হোসেন এ ঘটনায় প্রাণী অধিকার আইন ২০১৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ-হেল কাফি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৭ ধারার ২ উপধারায় থানায় প্রসিকিউশন দাখিল করেন।