খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভারপ্রাপ্ত ভিসি হিসেবে অধ্যাপক ড. মোঃ হযরত আলী নিয়োগ পাওয়ার একদিন পর শনিবার (০৩ মে) সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর সকাল পৌনে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সকল অনুষদের ডিন, পরিচালক, হল প্রভোষ্ট, দপ্তর প্রধানদের সাথে এক সমন্বয় সভায় মিলিত হন।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২ মে) রাতে ভারপ্রাপ্ত ভিসি কুয়েটে এসে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে গত ১ মে রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে।
জানা যায়, অধ্যাপক ড. মোঃ হযরত আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কুয়েট থেকে তিনি পুরকৌশল বিষয়ে গ্র্যাজুয়েশন লাভ করেন।
সবুজদেশ/এসইউ