ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নীচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার লোহার রেলসেতুর নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে মরদেহটির একহাত ভাঙা ও রক্তাক্ত অবস্থায় ছিল। পরে সুরতহাল প্রতিবেতন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ -৫০ বছর। মৃত ব্যক্তি পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কালো রঙের কোট রয়েছে। বাম হাত ভাঙা, মুখ ও পায়ে ক্ষত চিহ্ন রয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, গড়াই নদীপাড়ের ওপর হয়ে পরে আছে মরদেহটি। মরদেহটি ঘিরে উৎসুক জনতা ভিড় করেছেন। কাজ করছেন থানা পুলিশ।

এসময় স্থানীয় বাসিন্দা সুরজ হোসেন বলেন, রেল সেতুর নিচে সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাঁর ধারণা, অজ্ঞাত ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিল। ট্রেন থেকে নেমে এ ঘটনা ঘটেছে।

কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, খবর পেয়ে ৪৫-৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কাল রঙের কোট রয়েছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে পরে বিস্তারিত বলা যাবে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৪:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১৮ Time View

কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

 

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নীচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার লোহার রেলসেতুর নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে মরদেহটির একহাত ভাঙা ও রক্তাক্ত অবস্থায় ছিল। পরে সুরতহাল প্রতিবেতন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ -৫০ বছর। মৃত ব্যক্তি পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কালো রঙের কোট রয়েছে। বাম হাত ভাঙা, মুখ ও পায়ে ক্ষত চিহ্ন রয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, গড়াই নদীপাড়ের ওপর হয়ে পরে আছে মরদেহটি। মরদেহটি ঘিরে উৎসুক জনতা ভিড় করেছেন। কাজ করছেন থানা পুলিশ।

এসময় স্থানীয় বাসিন্দা সুরজ হোসেন বলেন, রেল সেতুর নিচে সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাঁর ধারণা, অজ্ঞাত ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিল। ট্রেন থেকে নেমে এ ঘটনা ঘটেছে।

কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, খবর পেয়ে ৪৫-৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কাল রঙের কোট রয়েছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে পরে বিস্তারিত বলা যাবে।

সবুজদেশ/এসইউ