কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে একটি সিঙ্গেল শ্যুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকার পরিত্যক্ত একটি টংঘরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সাথে জড়িত কেউ আটক হয়নি বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসপি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিজিবি’র বিশেষ টহল দল মিরপুর উপজেলার নওদাপাড়া ব্রিজ হতে আনুমানিক ৩০ গজ উত্তরে পরিত্যক্ত একটি টংঘরে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়।
এসময় মালিক বিহীন অবস্থায় একটি সিঙ্গেল শ্যুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলির আনুমানিক মূল্য এক লক্ষ টাকা বলে জানান বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ।
সবুজদেশ/এসইউ