ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যা, সাবেক চেয়ারম্যানসহ ৯ জনের যাবজ্জীবন

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

কুষ্টিয়ার মিরপুরের পল্লি চিকিৎসক লুৎফর রহমান সাবুকে কুপিয়ে হত্যার দায়ে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলনসহ ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (২৩ মার্চ) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মামলার সাত আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের কড়া পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মৃত মাহাবুবুল হকের ছেলে ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন, একই গ্রামের মৃত জুলমত আলীর ছেলে জসিম উদ্দিন, ইলিয়াস হোসেনের ছেলে এখলাস হোসেন, বিল্লাল হোসেনের ছেলে মুরাদ আলী, আসান আলীর ছেলে মাহাবুল হোসেন, বাবর আলীর ছেলে রাশেদুল ইসলাম, রবিউল ইসলামের ছেলে ওয়াসিম, মৃত মোসলেম মন্ডলের ছেলে রফিকুল ইসলাম এবং একই উপজেলার সুপুরিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন।

এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরশ আলী নামের এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

কুষ্টিয়া জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সবুজদেশ/এসইউ

কুষ্টিয়ায় পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যা, সাবেক চেয়ারম্যানসহ ৯ জনের যাবজ্জীবন

Update Time : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

কুষ্টিয়ার মিরপুরের পল্লি চিকিৎসক লুৎফর রহমান সাবুকে কুপিয়ে হত্যার দায়ে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলনসহ ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (২৩ মার্চ) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মামলার সাত আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের কড়া পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মৃত মাহাবুবুল হকের ছেলে ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন, একই গ্রামের মৃত জুলমত আলীর ছেলে জসিম উদ্দিন, ইলিয়াস হোসেনের ছেলে এখলাস হোসেন, বিল্লাল হোসেনের ছেলে মুরাদ আলী, আসান আলীর ছেলে মাহাবুল হোসেন, বাবর আলীর ছেলে রাশেদুল ইসলাম, রবিউল ইসলামের ছেলে ওয়াসিম, মৃত মোসলেম মন্ডলের ছেলে রফিকুল ইসলাম এবং একই উপজেলার সুপুরিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন।

এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরশ আলী নামের এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

কুষ্টিয়া জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সবুজদেশ/এসইউ