ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় প্রকাশ্যে নারীকে উত্ত্যক্ত, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

 

কুষ্টিয়ার ভেড়ামারায় এক নারীকে প্রকাশ্যে ইভটিজিং করায়, মো. বোরহান উদ্দিন (২০) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ মে) এ রায় প্রদান করেন মো. আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। একজন নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে শরীর স্পর্শ করা, যা দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার স্পষ্ট লঙ্ঘন।

দণ্ডপ্রাপ্ত বোরহান উদ্দিনের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পূর্ব সাতবাড়ীয়া গ্রামে। তার পিতার নাম মো. আবতাব উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা বড় মসজিদ গলিতে কয়েকজন বখাটেদের হেনস্তার শিকার হন বোরখা পরিহিত দুই নারী। এক নারীর হাতে থেকে জোরপূর্বক ফুল কেড়ে নেয় ইভটিজাররা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

পরে সিসি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যায়। ঘটনাটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে স্থানীয়রা এক ইভটিজারকে ধরে নিয়ে আসে। আটক ওই যুবক স্বীকার করেন, বান্ধবী ভেবে বোরখা পরা মেয়ের হাতে থাকা ফুল কেড়ে নিয়েছে তারা। স্থানীয়রা পরে ওই যুবককে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় প্রশাসন জানায়, নারীর প্রতি এমন আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইভটিজার অন্যান্যদের আটক করতে অভিযান চলমান রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।

সবুজদেশ/এসইউ

কুষ্টিয়ায় প্রকাশ্যে নারীকে উত্ত্যক্ত, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

Update Time : ০৫:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

কুষ্টিয়ার ভেড়ামারায় এক নারীকে প্রকাশ্যে ইভটিজিং করায়, মো. বোরহান উদ্দিন (২০) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ মে) এ রায় প্রদান করেন মো. আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। একজন নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে শরীর স্পর্শ করা, যা দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার স্পষ্ট লঙ্ঘন।

দণ্ডপ্রাপ্ত বোরহান উদ্দিনের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পূর্ব সাতবাড়ীয়া গ্রামে। তার পিতার নাম মো. আবতাব উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা বড় মসজিদ গলিতে কয়েকজন বখাটেদের হেনস্তার শিকার হন বোরখা পরিহিত দুই নারী। এক নারীর হাতে থেকে জোরপূর্বক ফুল কেড়ে নেয় ইভটিজাররা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

পরে সিসি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যায়। ঘটনাটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে স্থানীয়রা এক ইভটিজারকে ধরে নিয়ে আসে। আটক ওই যুবক স্বীকার করেন, বান্ধবী ভেবে বোরখা পরা মেয়ের হাতে থাকা ফুল কেড়ে নিয়েছে তারা। স্থানীয়রা পরে ওই যুবককে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় প্রশাসন জানায়, নারীর প্রতি এমন আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইভটিজার অন্যান্যদের আটক করতে অভিযান চলমান রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।

সবুজদেশ/এসইউ